Sunday 18 December 2022

AVATAR: The Way of Water

 Movie--> AVATAR: The Way of Water


.

Genre: Sci-fi/Action.

Director: James Cameron.

Sequel Of: AVATAR.

Duration: 3h 12m 10s.

IMDB Rating: 8.2/10 (Continue)

Personal Rating: 👌👌💥👌👌/10.


ফার্স্ট ডে ফার্স্ট শো-তে দেখে নিলাম AVATAR: The Way Of Water. নিসন্দেহে এবছরের সেরা মুভির খেতাব পেয়ে যাবে মুভিটা।

আহা কি দেখলাম!!!💥💥💥💥💥

গল্পটা অনেকটা প্রথম মুভির মতই, মাইন্ডব্লোইং কিছু না হলেও খুবই ভালো। কাহিনী আহামরি কিছু না হলেও VFX, CGI আর গ্রাফিক্সেই পয়সা উসুল হয়ে গেছে।

অভিনয়ের বিষয়ে আর কি বলবো। সবার অভিনয়ই ছিল অসাধারণ। ব্যাকগ্রাউন্ড সাউন্ড, গান ইত্যাদিও ছিল টপনচ।


মুভির রানটাইম ৩ঘণ্টা ১২মিনিট ১০সেকেন্ড হলেও একদমই মনে হয়নি যে, মুভিটা এত বড়। কখন যে ৩ঘণ্টা চলে গেলো বুঝতেই পারলাম না।

যেহেতু এটা জেমস ক্যামেরনের মুভি এবং AVATAR (2009) এর দ্বিতীয় মুভি, সেহেতু এখানে এবশ্যই CGI এবং VFX এর কথা বলতেই হবে। এককথায় বলতে গেলে অসাধারণ।

এই মুভির VFX, CGI এতটা রিয়েলেস্টিক ছিল যে কখনো কখনো মনে হচ্ছিলো প্যানডোরার আন্ডার ওয়াটার ডকুমেন্টারি দেখছি, এ যেন বাস্তবেরই চিত্র। অ্যাক্টরদের মুখের কথা এবং এক্সপ্রেশনও ছিল অ্যাকুরেট। এর বেশি আশা করাও অপরাধ।


তবে জেমস ক্যামেরন বলেছেন যে, মার্ভেল আর ডিসি এর গ্রাফিক্স অ্যাভাটার এর ধারের কাছেও নেই, যদিও ভুল বলেননি কিন্তু কথাটা এভাবে বলা ঠিক হয়নি। হ্যাঁ, অ্যাভাটার এর গ্রাফিক্স অনেক উন্নতমানের। আর উন্নতমানের হবেই বা না কেন? ১৩ বছর পরে সিক্যুয়েল আসলে পারফেক্ট তো হবেই। তবে মার্ভেল আর ডিসি এর গ্রাফিক্সও ভালোই, খারাপ না।


আরেকটা কথা, যারা হলপ্রিন্ট দেখেছেন বা দেখবেন বলে চিন্তা করছেন তাদের বলছি,

"মুভিটা হলপ্রিন্ট না দেখে সিনেমা হলে গিয়ে 3D তে দেখে আসুন, অন্নেক মজা পাবেন। আপনার সময় আর টাকা কোনোটাই নষ্ট হবেনা। মুভিলাভার হিসেবে এই এক্সপেরিয়েন্সটা নিয়েই দেখুন!" 😇


Happy Watching #AVATAR_The_Way_Of_Water👌

No comments:

Post a Comment